, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমাদের বাটাম দিয়ে বেধড়ক মারে ও গাড়ি ভাঙচুর করে: রনি

  • আপলোড সময় : ০১-০৭-২০২৩ ১১:৩২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৩ ১১:৩২:৫১ পূর্বাহ্ন
আমাদের বাটাম দিয়ে বেধড়ক মারে ও গাড়ি ভাঙচুর করে: রনি
এবার মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬ বিজয়ী জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনির ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় রনির সঙ্গে থাকা আরো দুজন গুরুতর আহত হয়েছেন।  গতকাল শুক্রবার ৩০ জুন সন্ধ্যা ৬টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের আদম শাহ মোড়ের পাশে একটি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। রনি পাশের সিংড়া উপজেলার বিলদহর গ্রামের বাসিন্দা।

আবু হেনা রনি বলেন, ‘আমরা সিনেমা দেখার জন্য সিংড়ার বিলদহর থেকে পাঁচজন চাঁচকৈড় গিয়ে সিনেমা হলের সামনে রাস্তার পাশে গাড়ি পার্কিং করি। এ সময় রাস্তার পাশের জায়গায় গাড়ি পার্কিং করতে দেখে এক ব্যক্তি গালাগালি শুরু করেন। তখন রাস্তার পাশেই তো গাড়ি আছে, গালি দিচ্ছেন কেন বলে প্রতিবাদ করায় ওই ব্যক্তি আরো অকথ্য ভাষায় গালাগালি করতে করতে মারপিট শুরু করেন। এ সময় স্থানীয়রা তাদের বাধা দেয়।

পরে জানতে পারি, উনি গুরুদাসপুর পৌর এলাকার গাড়িষাপাড়া মহল্লার সাবলু মোল্লা। এরপর সে ফোন করলে আরো ৮-১০ জন মোটরসাইকেলে করে ঘটনাস্থলে চলে আসে এবং আবারও হামলা চালায়। তারা বাটাম দিয়ে বেধড়ক মারপিট করে, গাড়ি ভাঙচুর করে।’ কৌতুক অভিনেতা বলেন, ‘আমরা আত্মরক্ষার্থে সেখান থেকে দৌড়ে পালাই। পরে পুলিশকে ফোন দিলে তারা এসে আমাদের উদ্ধার করে। আমি এ অন্যায় হামলার সঠিক বিচার চাই। মারপিটের কারণে আমাদের দুইজনের অবস্থা বেশি খারাপ।’

আদম শাহ মোড়ের কয়েকজন ব্যবসায়ী জানান, পুলিশ তাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিতে এসেছিল। কিন্তু মারামারির সময় বিদ্যুৎ না থাকায় ওই সময় বাদে বাকি সময়ের ফুটেজ পুলিশ চেক করেছে। অভিযোগের ব্যাপারে জানতে সাবলু মোল্লার মোবাইলে কয়েকবার ফোন করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, ‘পার্কিং নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়ি ভাঙচুর ও মারপিট করা হয়েছে। এ ঘটনায় আবু হেনা রনি বাদী হয়ে মামলা করেছেন।’
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন