, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


৪ কোটি টাকার বিশাল ষাঁড় কুরবানি দিলেন আফ্রিদি!

  • আপলোড সময় : ০১-০৭-২০২৩ ১০:৫৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৩ ১০:৫৯:০৬ পূর্বাহ্ন
৪ কোটি টাকার বিশাল ষাঁড় কুরবানি দিলেন আফ্রিদি!
এবার ইদ উল-আজহা উপলক্ষ্যে অনেকের মতোই কুরবানি দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। দরিদ্রদের মধ্যে বিতরণ করেছেন মাংস। চমক কুরবানির জন্য তাঁর কেনা ষাঁড়ের দামে।

কুরবানির জন্য আরও অনেকের মতো ষাঁড় বা পশুকিনেছিলেন আফ্রিদি। বিশেষ প্রজাতির স্বাস্থ্যবান ষাঁড়টি কিনতে গিয়ে দাম নিয়ে ভাবেননি প্রাক্তন ক্রিকেটার।

চার কোটি টাকা খরচ করে কুরবানির ষাঁড় কিনেছেন তিনি। কুরবানির পর স্থানীয় দরিদ্রদের মধ্যে মাংসও বিতরণ করেছেন।

সামাজিকযোগাযোগ মাধ্যমে ষাঁড়টির সঙ্গে নিজের একটি ভিডিও ও আফ্রিদি শেয়ার করেন। যা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। বহু ভক্ত তাঁকে ইদ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে আফ্রিদি অন্যতম জনপ্রিয় কিছু দিন আগে অল্প কয়েক দিনের জন্য পাকিস্তানের প্রধান জাতীয় নির্বাচক হয়েছিলেন তিনি।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক দেশের হয়ে ২৭টি টেস্ট, ৩৯৮টি এক দিনের ম্যাচ এবং ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজারের বেশি রান এবং ৫৫০টির বেশি উইকেট রয়েছে প্রাক্তন অলরাউন্ডারের ঝুলিতে।