, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বহিষ্কার কাজী সালাউদ্দিন

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৩ ০৭:১২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৩ ০৭:১৫:১২ অপরাহ্ন
বহিষ্কার কাজী সালাউদ্দিন
এবার ক্রীড়া সাংবাদিকদের নিয়ে কটাক্ষ করায় অনারারি সদস্যপদ থেকে কাজী সালাউদ্দিনকে বহিষ্কার করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ২০১২ সালে সংগঠনটি বাফুফে সভাপতিকে অনারারি সদস্যপদ দিয়েছিল। আজ বুধবার ৩ মে সংগঠনটির সাধারণ সম্পাদক মো সামন হোসেনের সাক্ষরিত এক বিবৃতিতে সালাউদ্দিনকে বহিষ্কার করার ঘোষণা দেয় বিএসপিএ। শুধু সালাউদ্দিন না, বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদও ক্রীড়া সাংবাদিকদের নিয়ে কটু কথা বলেন। এসব বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করেছে ক্রীড়া সংগঠনটি।

বিবৃতিতে তারা জানিয়েছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন ও সহসভাপতি কাজী নাবিল আহমেদ ক্রীড়া সাংবাদিকদের নিয়ে সম্প্রতি যেসব আপত্তিকর ও করুচিপূর্ণ মন্তব্য করেছেন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। সাংবাদিকদের ওপর তাদের কতটা বিদ্বেষ, সেটা প্রকাশ পেয়েছে তাদের কথাবার্তায়। তারা শুধু সাংবাদিকদের নয়, তাদের পরিবার এমনকি সাংবাদিকদের মা-বাবাকে পর্যন্ত কটাক্ষ করতে ছাড়েননি। এটা পুরো সাংবাদিক সমাজকে ভীষণভাবে আহত করেছে।’

বহিষ্কার করার কথা জানিয়ে বিএসপিএ বলে, ‘তার (সালাউদ্দিনের) বর্তমান আচরণ, বক্তব্য এই ঐতিহ্যবাহী ক্রীড়া সাংবাদিক সংগঠনের মতাদর্শের পরিপন্থী। তার করুচিপূর্ণ বক্তব্য ক্রীড়া সাংবাদিকদের আত্মসম্মানে আঘাত হেনেছে। তাই বিএসপিএর কার্যনির্বাহী কমিটি জরুরি সভা করে কাজী সালাউদ্দিনকে অনারারি সদস্যপদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।’

গতকাল মঙ্গলবারও ২ মে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নিয়ে করুচিপূর্ণ কথা বলেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে ফটো (ছবি) দিতে হবে তাদের বাপ-মা’র। আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাতে হবে জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে মেন্ডেটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’

সালাউদ্দিনের এসব কথা ধরা পড়ে যায় আগে থেকে প্রস্তুত রাখা রেকর্ডারে। যা নিয়ে পরবর্তীতে ক্ষোভ দেখা দেয় গণমাধ্যমকর্মীদের মধ্যে। পরে এক ভিডিওবার্তায় সাংবাদিকদের কাছে এ মন্তব্যের জন্য ক্ষমা চান বাফুফে সভাপতি। ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমি জার্নালিস্টদের হার্ট করার জন্য বলিনি। আমি নাবিলের সঙ্গে একটা জিনিস নিয়ে জোক করছিলাম। সেটা যে কেউ টেপ করছিল আমি জানি না।’
‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে

‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে