, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দেশে কবে থেকে কমবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৩ ০৬:৩৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৩ ০৬:৩৪:২৯ অপরাহ্ন
দেশে কবে থেকে কমবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস
এখন চলছে ঈদের ছুটি। তারই মধ্যে সারাদেশ জুড়েই চলছে বৃষ্টিপাত। বৃষ্টির কারণে এবারের ঈদ উদযাপন কিছুটা হলেও কঠিন হয়ে দাঁড়িয়েছে। সারা দেশে ঈদের আগের দিন থেকে বৃষ্টিপাতের যে অবস্থা সেটি ক্রমান্বয়ে কমতে শুরু করেছে।

আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। একই সঙ্গে আগামী দুই দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজ শুক্রবার ৩০ জুন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি ও বজ্র বৃষ্টির প্রবণতা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান