, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাবার কাছে আইফোন দাবি করে গাছে উঠে যুবকের অনশন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৩ ০৩:৫৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৩ ০৩:৫৬:৩৩ অপরাহ্ন
বাবার কাছে আইফোন দাবি করে গাছে উঠে যুবকের অনশন
এবার জয়পুরহাটের কালাইয়ে আইফোনের দাবিতে আল আমিন (২৫) নামে যুবক নিম গাছে উঠে অনশন করেন। খবর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে গাছ থেকে নামিয়ে আনেন। গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে উপজেলার আনিফকির নামক স্থানে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, উপজেলার উদয়পুর ইউানয়নের উত্তর মাস্তর গ্রামের আহম্মদ আলীর ছেলে আল আমিন বাবার কাছে আইফোন কেনার জন্য টাকা চান। তার বাবা টাকা দিতে অস্বীকার করলে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তার গ্রামের পার্শ্ববর্তী আনিফকির নামক স্থানে গিয়ে নিম গাছের মাথায় উঠে বসে থাকেন।

এ অবস্থায় গ্রামের মানুষ সমবেত হয়ে তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে কালাই থানা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা রাত সাড়ে ৭টার দিকে তাকে নিম গাছ থেকে উদ্ধার করে তার বাবা ও চাচার নিকট হস্তান্তর করেন।
 
এ বিষয়ে আল আমিনের বাবা আহম্মদ আলী বলেন, অনেকটা ভেবেই নিয়েছিলেন তার ছেলে হয়তো গাছ থেকে লাফ দিবেন। তাকে আর বাঁচানো যাবে না, কারণ ছেলে কিছুটা মানসিকভাবে অসুস্থ।

এদিকে কালাই উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ও ডিফেন্সের কর্মীরা জানান, তারা সংবাদ পেয়েই ঘটনাস্থলে পৌছে আল আমিন নামে যুবককে নিম গাছ থেকে নামিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেন।
সর্বশেষ সংবাদ
নির্যাতিত আ.লীগ কর্মীকে গ্রেপ্তার করলে আমি এর বিরুদ্ধে: রিজভী

নির্যাতিত আ.লীগ কর্মীকে গ্রেপ্তার করলে আমি এর বিরুদ্ধে: রিজভী