, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এএসসি পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত ১৮ হাজারেরও বেশি পরীক্ষার্থী

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৩ ০৭:০১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৩ ০৭:০১:৩৫ অপরাহ্ন
এএসসি পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত ১৮ হাজারেরও বেশি পরীক্ষার্থী
এবার সারাদেশে চলমান এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে মোট ১৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে তৃতীয় দিনের মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কোনো তথ্য পাওয়া যায়নি।

আজ বুধবার ৩ মে বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, তৃতীয় দিনে ৯টি সাধারণ বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিলের আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালের আরবি-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন সাড়ে ৩১ হাজার শিক্ষার্থী। ওইদিন বহিষ্কার হন ২০ জন। দ্বিতীয় দিনে অনুপস্থিত ৩২ হাজার ৩৫৬ জন এবং বহিষ্কার হন ৩৮ জন।

জানা গেছে, তৃতীয় দিনের পরীক্ষায় ৯টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ৪ হাজার ৮১২ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৯২৫ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৭৯৩ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৩০১ জন, যশোর বোর্ডের ১ হাজার ৯৮৬ জন, সিলেট বোর্ডের ১ হাজার ১১৪ জন, বরিশাল বোর্ডের ১ হাজার ১৮২ জন, দিনাজপুর বোর্ডের ২ হাজার ১০ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা