, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পরিবারের সঙ্গে ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা সালমান খানের

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৩ ১০:৪৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৩ ১০:৪৮:০০ পূর্বাহ্ন
পরিবারের সঙ্গে ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা সালমান খানের
প্রায় প্রতি বছরই ঈদের মত বড় উৎসবে সিনেমা মুক্তি দেন সালমান খান। ব্যতিক্রম এবারের ঈদুল আজহা। সিনেমা মুক্তি পায়নি তার। তাই পরিবার নিয়েই ঈদ উদযাপন করছেন তিনি। 

 ঈদের দিন সন্ধ্যায়  মা–বাবা ও ভাইদের সঙ্গে ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন সালমান খান। নিজের অফিশিয়াল ফেসবুকে পারিবারিক ছবি দিয়ে অভিনেতা লিখেছেন, ‘ঈদুল আজহা মুবারাক’।

ছবিটিতে সালমানের বাবা সেলিম খান, মা সালমান খান ছিলেন; দেখা গেছে বোন অমৃতা খান ও অলিভিয়া খানকে। এ ছাড়া সালমানের অন্য দুই ভাই আরবাজ খান ও সোহেল খানও ছিলেন।

প্রিয় তারকার পারিবারিক ছবি দেখে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘দারুণ ছবি। সবার সুস্বাস্থ্য কামনা করছি।’

এদিকে সালমানের নতুন ছবি ‘টাইগার থ্রি’ মুক্তি পাবে আসছে দিওয়ালিতে। ছবিটিতে তার সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফকেও।
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী