গাজীপুর সদর উপজেলায় একটি পোশাক কারখানার কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।
গতকাল বৃহস্পতিবার ২৯ জুন দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকায় সোয়ান নীট কম্পোজিট কারখানার কাপড়ের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, ভবানীপুর এলাকায় ভোর রাতে সোয়ান নীট কম্পোজিট কারখানার কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে কারখানা মালামালসহ কাপড় ও বিভিন্ন মেশিনারি পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।