আজ কুরবানি নিয়ে ব্যস্ত বাড়ির সদস্যরা। এদিকে আদরের সন্তান ডোবায় তলিয়ে মৃত্যুতে ঈদের আনন্দ মুহূর্তে রূপ নেয় বিষাদে। আজ বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম আবির হোসেন। বয়স পাঁচ বছর। সে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গার চারমাথা এলাকার আলাল উদ্দিনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, ঈদের নামাজের পরে শিশুটির বাবা আলাল উদ্দিনসহ পরিবারের অন্য সদস্যরা কুরবানি নিয়ে ব্যস্ত ছিল।
এরই কোনো এক সময় আবির বাড়ির পাশের ডোবার পানিতে তলিয়ে যায়। হঠাৎ করে ডোবার পানিতে ছোট্ট আবিরের মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। বাড়িতে শুরু হয় কান্নাকাটি।
এদিকে ভূরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজাহার আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। সুরতহাল শেষে মরদেহ দাফন করেছে পরিবার।