এবার দিনাজপুরের বাক ও শ্রবণ প্রতিবন্ধী আরিফা আক্তার আঁখির আঁকা ছবি প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে অন্তর্ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের এক লাখ টাকার চেক আঁখির হাতে তুলে দেওয়া হয়েছে। আজ বুধবার ২৮ জুন দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আঁখির হাতে উপহারের চেক তুলে দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এ সময় জেলা প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোকলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সদর উপজেলা নিবাহী অফিসার রমিজ আলম, আঁখির বাবা আনারুল ইসলামসহ আর অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম বলেন, দিনাজপুরের বাক ও শ্রবণ প্রতিবন্ধী আরিফা আক্তার আঁখির আঁকা ছবি প্রধানমন্ত্রী তার ঈদ শুভেচ্ছা কার্ডে অন্তর্ভুক্ত করেছেন এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। প্রতিবন্ধীর আঁকা ছবি কার্ডে স্থান দেয়া থেকে বুঝা যায় তিনি মানবতার মা। প্রধানমন্ত্রী আঁখির জন্য ঈদ উপহার হিসেবে আর্থিক চেক পাঠিয়েছেন। আজকে তার হাতে সেই উপহারের চেক তুলে দেয়া হলো।
এদিকে আঁখির পিতা আনারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে আমার প্রতিবন্ধী মেয়ের আঁকা ছবি স্থান পাওয়ায় পিতা হিসেবে আমি ধন্য। এর উপর আবার প্রধানমন্ত্রী আমার মেয়েকে ঈদ উপহার হিসেবে এক লাখ টাকা পাঠিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ। তিনি প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।