, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাল মেসির আর্জেন্টিনা

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৩ ০৮:২৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৩ ০৮:২৪:১৯ অপরাহ্ন
বাংলাদেশকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাল মেসির আর্জেন্টিনা
গত কাতার বিশ্বকাপে বাংলাদেশ খেলতে না পারলেও পরোক্ষভাবে বিশ্বকাপে ঠিকই ছিল লাল-সবুজের দেশ। বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস-উন্মাদনা ছড়িয়ে গিয়েছে পুরো বিশ্ব জুড়ে। আলবিসেলেস্তেদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নজর কেড়েছে তাদেরও। তাই লিওনেল মেসির আর্জেন্টিনা এ বছরের জুনে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছিল।

কিন্তু ডলার সংকট ও মাঠের অব্যবস্থাপনার কারণে তা আর সম্ভব হয়নি। তবে তাতে বাংলাদেশীদের জন্য এক বিন্দুও ভালোবাসা কমেনি আর্জেন্টিনার।  আগামীকাল বাংলাদেশ পালিত হবে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের আনন্দময় এই দিনকে আরো সুন্দরভাবে রাঙিয়ে তুলেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

তাদের অফিশিয়াল ফেসবুক পেজ ও টুইটারে বাংলাদেশি ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছে বিশ্বকাপজয়ীরা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তিন সদস্যের একটি ছবি দিয়ে শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। যেখানে লিওনেল মেসি, ডি মারিয়া ও রুদ্রি ডি পলের ছবি দিয়ে তারা লেখে, 'বাংলাদেশের আমাদের সকল বন্ধুদের জানাই ঈদ মোবারক'। 
 
সেই সঙ্গে ছবির ক্যাপশনে শুভেচ্ছা বার্তা জানিয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন জানায়, ' বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ঈদ মোবারক। এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনের সাথে ভাগাভাগি করা স্মরণীয় মুহূর্ত'।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’