পবিত্র ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা হলো মহান আল্লাহর নামে পছন্দের পশু কোরবানি করা। ঈদের আগে কোরবানির পশুর হাটে বেড়াতে যাওয়া শিশুদের জন্য আনন্দময় মুহুর্তের একটি। তাই অনেক বাবাই সন্তানকে সঙ্গে নিয়ে যান পশুর হাটে। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও ব্যতিক্রম নয় তার। ছেলে আরহাম ইকবালকে নিয়ে নিজ শহর চট্টগ্রামে পশুর হাটে গেলেন তামিম।
আজ বুধবার (২৮ জুন) তামিম ইকবাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছয় সেকেন্ডের এক ভিডিও পোস্ট করেন। বাবার সাথে হাটে যাওয়ার আনন্দ বোঝা গেছে সামাজিক মাধ্যমে তামিমের শেয়ার করা সংক্ষিপ্ত এক ভিডিওতে। ভিডিওতে দেখা যায়, ক্রেতার সেজেই বিক্রেতাদের কাছে গরুর দাম জানতে চাইছেন আরহাম। স্বল্প সময়ের জন্য হলেও শৈশবের দুষ্টুমিতে মেতে উঠেন তামিমপুত্র।
মজার ছলে হলে আরহাম এক বিক্রেতার কাছে গরুর দাম জানতে চান চট্টগ্রামেরই আঞ্চলিক ভাষায়। আরহাম জানতে চান— ‘ভাই, ও ভাই, ইবে হত? (ভাই, এটার দাম কতো)’। পরক্ষণেই বিক্রেতাকে আবার ভিড়ের মধ্যে জানান দেন, ‘ভাই এই যে আমি।’
তামিমের শেয়ার করা ভিডিওতে মন্তব্য করেছেন অনেকেই। ইকবাল এইচ অভি নামে একজন লিখেছেন, 'চট্টগ্রামের ঐতিহ্য ধরে রাখুক'। আরহামের দাম জানতে চাওয়ায় আবদুল্লাহ আল মামুন নামে এক ফেসবুক ব্যবহারী উত্তর দিয়েছেন 'একদাম এক লাখ'। সাইদুল হক নামের আরেক ব্যবহারকারী লিখেছেন, 'আঞ্চলিক ভাষাটা.....! মজার'।
আগামী ৫ জুলাই আফগানিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে টাইগারদের প্রথম ওয়ানডে। পরের দুই ওয়ানডে মাঠে গড়াবে যথাক্রমে ৮ ও ১১ জুলাই।ওয়ানডে সিরিজের সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ইনজুরিতে একমাত্র টেস্ট খেলা না হলেও ওয়ানডে সিরিজে পূর্ণ ফিট তামিমকে পাওয়া যাবে, এমনটাই প্রত্যাশা টিম ম্যানেজম্যান্টের।