বঙ্গবন্ধু সেতুতে একদিনে সর্বোচ্চ ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে। এর আগে, গত বছরের ৭ জুলাই সর্বোচ্চ ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছিল। আজ বুধবার ২৮ জুন সকাল ৮টায় বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার (২৭ জুন) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে পার হওয়া ৫৫ হাজার ৪৮৮টি পরিবহন থেকে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে।
এর মধ্যে সেতু পূর্ব দিয়ে পার হওয়া ৩৬ হাজার ৪৯১টি যানবাহন থেকে ২ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকা এবং সেতু পশ্চিম দিয়ে ১৮ হাজার ৯৯৭টি যানবাহন থেকে ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে।
স্বাভাবিকভাবে গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ।