, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


মেক্সিকোর কাছেও হারল ব্রাজিল

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৩ ০৯:৪৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৩ ০৯:৪৪:৫২ পূর্বাহ্ন
মেক্সিকোর কাছেও হারল ব্রাজিল
জনপ্রিয় ফুটবলে ব্রাজিল শক্তিশালী দল হলেও সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে ভালো সময় যাচ্ছে না তাদের। ফুটসালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারানোর পর এবার ব্রাজিলের যুবারা হারলো মেক্সিকো যুবদলের কাছে। গতকাল মঙ্গলবার ২৭ জুন প্রীতি ম্যাচে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের কাছে এক গোলে পরাজিত হয় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। 

এদিকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল। যুব বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা। চলতি বছরের শেষদিকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ।

২৪ দলের অংশগ্রহণে ১০ নভেম্বর পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ২ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসন্ন এই যুব বিশ্বকাপের।  মঙ্গলবার ব্রাজিলের স্থানীয় সময় দুপুর ২টায় মেক্সিকোর যুবাদের বিপক্ষে মাঠে নামে ব্রাজিলের যুবারা। মেক্সিকোর পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন লুইস নাভারেত্তে।

টানা ১৯ ম্যাচ জয়ের পর হারের তিক্ত স্বাদ পায় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। এর আগে, মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিলের ফিলিপ বলেন, মেক্সিকো বর্তমান কনকাকাফ চ্যাম্পিয়ন। এই প্রীতি ম্যাচ দলকে একত্রিত করার দারুণ সুযোগ। একই সঙ্গে যুব দলে যারা প্রথমবার খেলছে তাদের পর্যবেক্ষণেরও সুযোগ রয়েছে মেক্সিকো ম্যাচে। 
সর্বশেষ সংবাদ
হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন

হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন