অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের মাটিতে হতে চলা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। ৫ অক্টোবর হবে উদ্বোধনী ম্যাচ, ১৯ নভেম্বর ফাইনাল। টুর্নামেন্ট শুরুর ঠিক ১০০ দিন আগে আইসিসির প্রধান নির্বাহী কমিটি সূচি অনুমোদন করেছে। মঙ্গলবার মুম্বাইতে বোর্ড সভায় চূড়ান্ত অনুমোদন হয়।
১০ দলের টুর্নামেন্টের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ১০টি ভেন্যু বাছাই করেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল মহারণ। ১৫ নভেম্বর মুম্বাইতে প্রথম সেমিফাইনাল। কলকাতায় ১৬ নভেম্বর গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল। আহমেদাবাদে ১৯ নভেম্বর হবে ফাইনাল। দুই সেমিফাইনাল ও ফাইনাল হবে দিবারাত্রির, শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড। ১৯৯৬ বিশ্বকাপেও দল দুটি উদ্বোধনী ম্যাচে খেলেছিল। পিসিবির আপত্তি সত্ত্বেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে। হাইভোল্টেজ ম্যাচটি গড়াবে ১৫ অক্টোবর। একই ভেন্যুতে আরেক হাইভোল্টেজ ম্যাচে ৪ নভেম্বর নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
ধর্মশালায় ২৮ অক্টোবর অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ প্রতিবেশী নিউজিল্যান্ড। আহমেদাবাদের পাশাপাশি হায়দরাবাদ, ধর্মশালা, দিল্লি, চেন্নাই, লক্ষ্ণৌ, পুনে, বেঙ্গালুরু, মুম্বাই ও কলকাতায় থাকছে বিশ্বকাপের ভেন্যু। ৪৬ দিনের আসরে মোট ৪৮টি ম্যাচ হবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দলকে মুখোমুখি হতে হবে বাকি ৯ প্রতিপক্ষের। অর্থাৎ, নকআউট বাদে প্রতিটি দলকেই খেলতে হবে ৯টি করে ম্যাচ।
বিশ্বকাপ শুরুর আগে হায়দরাবাদের পাশাপাশি গৌহাটি এবং তিরুবনন্তপুরমে ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর অংশগ্রহণকারী দলগুলোর ওয়ার্মআপ ম্যাচ আয়োজন করা হবে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি
ইংল্যান্ড-নিউজিল্যান্ড (আহমেদাবাদ, ৫ অক্টোবর)
পাকিস্তান-কোয়ালিফায়ার ১ (হায়দরাবাদ, ৬ অক্টোবর)
বাংলাদেশ-আফগানিস্তান (ধর্মশালা, ৭ অক্টোবর)
সাউথ আফ্রিকা-কোয়ালিফায়ার ২ (দিল্লি, ৭ অক্টোবর)
ভারত-অস্ট্রেলিয়া (চেন্নাই, ৮ অক্টোবর)
নিউজিল্যান্ড-কোয়ালিফায়ার ১ (হায়দরাবাদ, ৯ অক্টোবর)
বাংলাদেশ-ইংল্যান্ড (ধর্মশালা, ১০ অক্টোবর)
ভারত-আফগানিস্তান (দিল্লি, ১১ অক্টোবর)
পাকিস্তান-কোয়ালিফায়ার ২ (হায়দরাবাদ, ১২ অক্টোবর)
অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা (লক্ষ্ণৌ, ১৩ অক্টোবর)
ইংল্যান্ড-আফগানিস্তান (দিল্লি, ১৪ অক্টোবর)
বাংলাদেশ-নিউজিল্যান্ড (চেন্নাই, ১৪ অক্টোবর)
ভারত-পাকিস্তান (আহমেদাবাদ, ১৫ অক্টোবর)
অস্ট্রেলিয়া-কোয়ালিফায়ার ২ (লক্ষ্ণৌ, ১৬ অক্টোবর)
সাউথ আফ্রিকা-কোয়ালিফায়ার ১ (ধর্মশালা, ১৭ অক্টোবর)
নিউজিল্যান্ড-আফগানিস্তান (চেন্নাই, ১৮ অক্টোবর)
বাংলাদেশ-ভারত (পুনে, ১৯ অক্টোবর)
অস্ট্রেলিয়া-পাকিস্তান (বেঙ্গালুরু, ২০ অক্টোবর)
ইংল্যান্ড-সাউথ আফ্রিকা (মুম্বাই, ২১ অক্টোবর)
কোয়ালিফায়ার ১-কোয়ালিফায়ার ২ (লক্ষ্ণৌ, ২১ অক্টোবর)
ভারত-নিউজিল্যান্ড (ধর্মশালা, ২২ অক্টোবর)
পাকিস্তান-আফগানিস্তান (চেন্নাই, ২৩ অক্টোবর)
বাংলাদেশ-সাউথ আফ্রিকা (মুম্বাই, ২৪ অক্টোবর)
অস্ট্রেলিয়া-কোয়ালিফায়ার ১ (দিল্লি, ২৫ অক্টোবর)
ইংল্যান্ড-কোয়ালিফায়ার ২ (বেঙ্গালুরু, ২৬ অক্টোবর)
পাকিস্তান-সাউথ আফ্রিকা (চেন্নাই, ২৭ অক্টোবর)
বাংলাদেশ-কোয়ালিফায়ার ১ (কলকাতা, ২৮ অক্টোবর)
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (ধর্মশালা, ২৮ অক্টোবর)
ভারত-ইংল্যান্ড (লক্ষ্ণৌ, ২৯ অক্টোবর)
আফগানিস্তান-কোয়ালিফায়ার ২ (পুনে, ৩০ অক্টোবর)
বাংলাদেশ-পাকিস্তান (কলকাতা, ৩১ অক্টোবর)
নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকা (পুনে, ১ নভেম্বর)
ভারত-কোয়ালিফায়ার ২ (মুম্বাই, ২ নভেম্বর)
কোয়ালিফায়ার ১-আফগানিস্তান (লক্ষ্ণৌ, ৩ নভেম্বর)
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া (আহমেদাবাদ, ৪ নভেম্বর)
নিউজিল্যান্ড-পাকিস্তান (বেঙ্গালুরু, ৪ নভেম্বর)
ভারত-সাউথ আফ্রিকা (কলকাতা, ৫ নভেম্বর)
বাংলাদেশ-কোয়ালিফায়ার ২ (দিল্লি, ৬ নভেম্বর)
অস্ট্রেলিয়া-আফগানিস্তান (মুম্বাই, ৭ নভেম্বর)
ইংল্যান্ড-কোয়ালিফায়ার ১ (পুনে, ৮ নভেম্বর)
নিউজিল্যান্ড-কোয়ালিফায়ার ২ ( বেঙ্গালুরু, ৯ নভেম্বর)
সাউথ আফ্রিকা-আফগানিস্তান (আহমেদাবাদ, ১০ নভেম্বর)
ভারত-কোয়ালিফায়ার ১ (বেঙ্গালুরু, ১১ নভেম্বর)
ইংল্যান্ড-পাকিস্তান (কলকাতা, ১২ নভেম্বর)
বাংলাদেশ-অস্ট্রেলিয়া (পুনে, ১২ নভেম্বর)
প্রথম সেমিফাইনাল (মুম্বাই, ১৫ নভেম্বর)
দ্বিতীয় সেমিফাইনাল (কলকাতা, ১৬ নভেম্বর)
ফাইনাল (আহমেদাবাদ, ১৯ নভেম্বর)