এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার (২৭ জুন) থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের টানা ছুটি। আগামী রবিবার ২ জুলাই খুলবে অফিস। ঈদে সাধারণত তিন দিন ছুটি থাকে।
এবার ঈদ বৃহস্পতিবার পড়ায় পরের দুই দিন এমনিতেই সাপ্তাহিক ছুটি। এজন্য নির্বাহী আদেশে এক দিন ছুটি বাড়ানো হয়। ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি ঘোষণা করে সরকার।
গত ১৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়। এর আগে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করে।
আগামী বৃহস্পতিবার (২৯ জুন) দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ইতোমধ্যে ঈদ উদযাপন করতে অনেকেই রাজধানী ছেড়ে গেছেন। আজ ও আগামীকাল ঘরমুখী মানুষের ব্যাপক চাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে।