, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা আজ

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৩ ১০:৪১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৩ ১০:৪১:৫৬ পূর্বাহ্ন
ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা আজ
অবশেষে আজ প্রকাশ হতে যাচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি। মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে আজ মঙ্গলবার (২৭ জুন) বাংলাদেশ সময় দুপুর ১২টায় ঘোষণা করা হবে চূড়ান্ত সূচি। সেই সঙ্গে শুরু হবে ১০০ দিনের কাউন্টডাউন। আইসিসি জানিয়েছে, এদিন থেকেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ট্রফি ট্যুরও। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

সাধারণত আইসিসির কোনো ইভেন্টের সূচি প্রকাশ করা হয় ১২ থেকে ১৮ মাস আগে। তবে এবারের ওয়ানডে বিশ্বকাপের ক্ষেত্রে ঘটেছে ব্যতিক্রম। পাক-ভারত দ্বন্দ্বে আসন্ন বিশ্বকাপের সূচি আটকে ছিল বলেই গণমাধ্যমে প্রচার করা হয়। অনেক অপেক্ষার পর অবশ্য পাওয়া গেছে বিশ্বকাপের সূচি প্রকাশের দিনক্ষণ।

আজ ২৭ জুনকে বেছে নেয়ার আরও একটা কারণ অবশ্য আছে। সূচি প্রকাশের ঠিক ১০০ দিন পর আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ভারতের মুম্বাইয়ে একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ সময় দুপুর ১২টায় প্রকাশ করা হবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের সূচি।

এর আগে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, এবারের বিশ্বকাপ আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর। আর মেগা ফাইনাল ম্যাচটি হবে ১৯ নভেম্বর আহমেদাবাদে।

এদিকে বিসিসিআইয়ের খসড়া সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কেননা, লাখের বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠটিতে হাই-ভোল্টেজ ম্যাচটির অধিক মুনাফা তুলতে চায় আয়োজকরা। যদিও এই ভেন্যুটি নিয়ে শুরুতে আপত্তি তুলেছিল পাকিস্তান।

জানা গেছে, বাংলাদেশের ৯ ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ ভ্যেনুতে। কলকাতা, পুনে ও ধর্মশালায় দুটি করে ম্যাচ খেলবে টাইগাররা। এদিকে সূচি প্রকাশের দিন থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপ ট্রফি ট্যুর। আইসিসি জানিয়েছে, ২৭ জুন ভারত থেকে যাত্রা শুরু করা ট্রফি বাংলাদেশে পৌঁছাবে ৭ আগস্ট।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’