, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মহাশূন্যে বিশ্বকাপের ট্রফি উন্মোচন, বাংলাদেশে আসবে ৭ আগস্ট

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৩ ১০:১৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৩ ১০:১৯:৫৬ পূর্বাহ্ন
মহাশূন্যে বিশ্বকাপের ট্রফি উন্মোচন, বাংলাদেশে আসবে ৭ আগস্ট
এবার মহাশূন্যে উন্মোচিত হল ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। আইসিসি জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। 

যা বিশেষ প্রযুক্তির মাধ্যমে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অবতরণ করেছে। যে মাঠেই ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালের আসর বসবে। এদিকে বিশ্বকাপের ট্রফিটি বাংলাদেশে আসবে ৭ আগস্ট।

সেখান থেকে বিশ্বের মোট ১৮টি দেশে ঘুরবে বিশ্বকাপের ট্রফি। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ভারতেই থাকবে বিশ্বকাপের ট্রফি।  সূত্রের খবর বলছে, বিশ্বকাপের জন্য ১২টি ভেন্যু বেছে নেওয়া হয়েছে।

এই ১২টি ভেন্যু হল-চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, তিরুবনন্তপুরম, মুম্বই আমেদাবাদ, পুনে, লখনউ, দিল্লি, গুয়াহাটি, কলকাতা এবং ধর্মশালা। 

আগামীকাল মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হবে বিশ্বকাপের সূচি। সূত্র: আইসিসি
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’