, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাবার মরদেহ মর্গে রেখে এসএসসি পরীক্ষাকেন্দ্রে মেয়ে

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৩ ০৪:০১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৩ ০৪:০১:৫৮ অপরাহ্ন
বাবার মরদেহ মর্গে রেখে এসএসসি পরীক্ষাকেন্দ্রে মেয়ে
এবার বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নে রাতে চোখের সামনে বাবাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সেই শোক নিয়ে সকালে বাবার মরদেহ মর্গে রেখে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এক শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার ২ মে রাত সাড়ে ৮টায় ওই ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


পরীক্ষার্থী হলেন, পাকুরগাছিয়া এলাকার নিহত শফিকুল ইসলাম পনুর মেয়ে সানজিদা ইসলাম রিয়া (১৭)। তিনি একই ইউনিয়নের জর্জিয়া কিন্ডারগার্টেন থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

জানা গেছে, মঙ্গলবার ২ মে রাত সাড়ে ৮টায় ওই এলাকায় নির্বাচনী প্রতিহিংসার জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সময় একপর্যায়ে স্ত্রী, ছেলে-মেয়ের সামনেই কুপিয়ে খুন করা হয় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে। এ ঘটনায় দুই পক্ষের প্রায় নয়জন গুরুতর জখম হন। পরে আহতদের মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পনুর মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার রাতেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। বুধবার সকালে নিহত পনুর মেয়ে এসএসসি পরীক্ষার্থী সানজিদা বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে বাবাকে শেষ দেখা দেখে আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

নিহত সাবেক ইউপি সদস্য পনু মিয়ার স্ত্রী ও পরীক্ষার্থী সানজিদার মা ছবি আক্তার জানান, মঙ্গলবার রাতে ঠান্ডা বাহিনীর ২০ থেকে ২৫ জন লোক রামদা, টেঁটা দিয়ে আমাদের সামনেই আমার স্বামীকে কুপিয়ে খুন করেছে।

আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রসচিব ধীমান চন্দ্র রায় জানান, বুধবার সকালে পরীক্ষার্থী সানজিদা আমাদের এখানে পরীক্ষায় অংশ নিয়েছেন। আমরা তাকে যথেষ্ট মানসিক সাপোর্ট দিয়েছি। ভালোভাবেই পরীক্ষা দিয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম জানান, মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। উভয় পক্ষের সাত থেকে আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ভুক্তভোগী কোনো পরিবার নিরাপত্তাহীনতায় আছে, এমন অভিযোগ আমরা এখনও পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ সংবাদ