, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভুল চিকিৎসায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : ল্যাবএইডের ৬ চিকিৎসকসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৩ ০৮:৩৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৩ ০৮:৩৬:৪৮ অপরাহ্ন
ভুল চিকিৎসায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : ল্যাবএইডের ৬ চিকিৎসকসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা
এবার ভুল চিকিৎসায় এইচএসসি পরীক্ষার্থী তাহসিন হোসাইন (১৭) মৃত্যুর অভিযোগে ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ছয় চিকিৎসকসহ সাতজনের বিরুদ্ধে ঢাকার আদালতে হত্যা মামলা করা হয়েছে।

আজ সোমবার ২৬ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালতে ওই কিশোরের বাবা মনির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ধানমণ্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন আদালত।
 
এদিকে মামলার অন্য আসামিরা হলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের সার্জন ডা. মো. সাইফুল্লাহ, সহকারী সার্জন ডা. মাকসুদ, ডা. সাব্বির আহমেদ, ডা. মোশাররফ, ডা. কনক ও হাসপাতালের ব্রাঞ্চ ম্যানেজার মো. শাহজাহান। বাদী পক্ষের আইনজীবী তানভীর আহমেদ সজীব বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা