, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


কালীগঞ্জে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৩ ০২:১৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৩ ০২:১৫:৫৭ অপরাহ্ন
কালীগঞ্জে বিনামূল্যে ধানের বীজ বিতরণ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে হাইব্রিড আমন ধনের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ জুন) সকালে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বীজ বিতরণ হয়। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে খরিফ-২/২০২৩-২৪ মৌসুমে উপজেলার ৭৮ জন কৃষকের প্রতিজনকে ১ বিঘা জমির জন্য ২ কেজি করে মোট ১৫৬ কেজি রোপা আমন হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, উপজেলা কৃষি সম্প্রসারণ  কর্মকর্তা কৃষিবিদ অলি ভৌমিক, বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান প্রমুখ।

এ সময় গণমাধ্যম কর্মী, কৃষক-কৃষাণীসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
আফগানিস্তানে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি, প্রাণ গেল ইমামসহ ৬ জনের

আফগানিস্তানে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি, প্রাণ গেল ইমামসহ ৬ জনের