, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ওড়িশায় বরযাত্রীবাহী বাসে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১২

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৩ ০১:৩১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৩ ০১:৩১:৪১ অপরাহ্ন
ওড়িশায় বরযাত্রীবাহী বাসে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১২ ফাইল ছবি
তের ওড়িশায় একটি বরযাত্রীবাহী বাসের সাথে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্সের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১২ জন, আহত হয়েছেন আরও ৭ জন। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।

রোববার (২৫ জুন) ওড়িশার ব্রহ্মপুর এলাকায় ঘটে এ ঘটনা। এ দিন স্থানীয় সময় রাতে ব্রহ্মপুর তপ্তপনি রোড দিয়ে দিগপহন্ডীর দিকে যাচ্ছিল বিয়েবাড়ি ফেরত বাসটি। এর সকল যাত্রীই ছিলেন বরযাত্রী। বাসটি ব্রহ্মপুর এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি বাসই দুমড়ে মুচড়ে যায়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বাস দুটি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ১২ জনের মধ্যে ৭ জনই ছিলেন একই পরিবারের।

এই ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনের তরফ থেকে ৩০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান