, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গাজীপুরে প্রাণ আর এফ এল গ্রুপ ও বিআইডব্লিউটিএ এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৩ ১২:৪২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৩ ১২:৪২:৩৯ অপরাহ্ন
গাজীপুরে প্রাণ আর এফ এল গ্রুপ ও বিআইডব্লিউটিএ এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
গাজীপুরে কালীগঞ্জে প্রাণ-আরএফএল  গ্রুপ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। রোববার আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়।

আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের নির্বাহী পরিচালক কমান্ডার এম সামসুল আলম মিয়া, বিএন (অব.) ও বিআইডব্লিউটিএ'র ঘোড়াশাল নৌ-বন্দরের উপ-পরিচালক (বন্দর) আবু ছালেহ মোঃ এহতেশামুল পারভেজ এ কর্মসূচীর উদ্বোধন করেন। বৃক্ষরোপণ কর্মসূচীতে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে নারকেল গাছের চারা রোপন করা হয়।

আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের নির্বাহী পরিচালক কমান্ডার (অব.) সামসুল আলম মিয়া বলেন, “প্রাণ আরএফএল  গ্রুপ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা কর্মসূচী পালন করে থাকে। আমরা পরিবেশে সূরক্ষায় গ্রুপের স্থাপনাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে থাকি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে”।

কর্মসূচীতে কালীগঞ্জ এগ্রো প্রসেসিং লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কেরামত আলীসহ বিআইডব্লিউটিএ এবং প্রাণ-আরএফএল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

ভাষা সৈনিক ফজলুল হক আর নেই