, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


প্রতিকেজি কাঁচা মরিচের দাম ৩২০ টাকা!

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৩ ১১:৫২:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৩ ১১:৫২:৫৫ পূর্বাহ্ন
প্রতিকেজি কাঁচা মরিচের দাম ৩২০ টাকা! ফাইল ছবি
কোরবানির ঈদকে কেন্দ্র করে মরিচের বাজারে আগুন। সাপ্তাহ খানেক আগেও মরিচের দাম ১২০ থেকে ১৫০ টাকার মধ্যে থাকলেও হঠাৎ খুচরা বাজারে কাঁচা মরিচের তিনগুণ দাম বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে মরিচের দাম উর্ধ্বমুখী। চারদিন আগেও বাজারে খুচরা হিসেবে প্রতিকেজি ১০০-১২০ টাকা দরে বিক্রি হয়েছে। রোববার তিনগুণ বেড়ে ৩২০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে বাজার করতে আসা ইমরুল কায়েস নামের এক ক্রেতা বলেন, গত কয়েক দিন আগেও মরিচ কিনেছে ১২০ টাকা কেজি। আজ তিন চার দিন পর বাজারে এসে দেখি ৩০০ টাকা কেজিতে মরিচ বিক্রি হচ্ছে।

মিরপুরের বাসিন্দা সৌরব কান্তি বলেন, হঠাৎ করে কাঁচা মরিচের দাম এত বাড়ার কারণ বুজতেছি না। মরিচ একটি নিত্য প্রয়োজনীয় সবজি। প্রতিদিনই বিভিন্ন তরি তরকারিতে ব্যবহার করা হয়। তবে এত বেশি দাম হওয়ায় আমরা হতাশ।


এত বেশি দামে মরিচ বিক্রি করার কারণ জানতে চাইতে খুচরা ব্যবসায়ী হাশেম বলেন, সারাদেশ থেকে ঢাকায় মরিচ ডুকতে। আমরা আগেও চেয়ে অনেক বেশি দামে মরিচ কিনতেছি। তাই বেশি টাকা বিক্রি ছাড়া উপায় নাই।
 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস