, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নির্বাচনী তিন উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রহিমুজ্জামান সুমন

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৩ ১১:৩৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৩ ১১:৩৫:২০ পূর্বাহ্ন
নির্বাচনী তিন উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রহিমুজ্জামান সুমন
ফয়সাল হক চিলমারী(কুড়িগ্রাম)থেকে: আসন্ন জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজীবপুর) আসনের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নৌকা প্রতিক মনোনয়ন প্রত্যাশি চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রহিমুজ্জামান সুমন। পবিত্র ইদ-উল-আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

তিনি আরও উল্লেখ করে বলেন, কুড়িগ্রাম-৪ (চিলমারী,৷ রৌমারী ও রাজিবপুর) আসনে আমি নৌকা প্রতিক মনোনয়ন প্রত্যাশী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর উন্নয়ন তথা এই অঞ্চলের মানুষের পাশে থাকার সুযোগ করে দেন অর্থাৎ এই আসনে আমাকে নৌকা প্রতিক দেন তাহলে দারিদ্রপীড়িত এ এলাকাকে এগিয়ে নিয়ে যাবো।

কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রত্যাশী তৃণমূল রাজনীতিতে পরীক্ষিত নেতা। তাকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। ছাত্র রাজনীতির মধ্যদিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে হাতেখড়ি। আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি পরিচিত। আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হাইকমান্ড তাকেই মনোনীত করবে বলে আশাবাদী তিনি ও তার সমর্থকরা।

ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারণা এবং জনসংযোগ করে যাচ্ছেন তিনি। গ্রাম থেকে গ্রামে এখন মানুষের আলোচনায় ওঠে এসেছেন এই আওয়ামীলীগ নেতা।
রহিমুজ্জামান সুমন চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।
আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব

আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব