, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আর্জেন্টিনার হয়ে এক বছর খেলবেন না মেসি

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৩ ০৭:৪১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৩ ০৭:৪১:০১ অপরাহ্ন
আর্জেন্টিনার হয়ে এক বছর খেলবেন না মেসি
আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি কাতার বিশ্বকাপে শিরোপা জিতে ঘুচিয়েছেন দীর্ঘ ৩৬ বছরের শিরোপা আক্ষেপ। সেই সাথে পূরণ করেছেন নিজের ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা। আর বিশ্বজয়ীর হবার পর গতকাল ছিল তাঁর প্রথম জন্মদিনে। এমন বিশেষ দিন তিনি কাটিয়েছেন নিজের জন্মভূমি রোজারিওতে। কোচ লিওনেল স্কালোনিকে নিয়ে খেলেছেন ম্যাচ, করেছেন হ্যাটট্রিক।

তার পরের দিনেই তার একটি ইচ্ছে প্রকাশ্যে এলো। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এক বছরের জন্যে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়াতে চান তিনি। নতুন ক্লাব ইন্টার মিয়ামিতে মানিয়ে নেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন মেসি, দৈনিক ‘মিরর’ এক প্রতিবেদনে এমনটায় জানিয়েছে।
 
মিররের প্রতিবেদনে অনুযায়ী, গতকাল জন্মদিনে নিজের দেশে এক বিশেষ ম্যাচ খেলেছে লা পুলগা। এরপরেই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। স্কালোনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি। কিন্তু মেসির বয়স এবং নতুন দেশে তার মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা ভেবে বাধা দিতে চাননি। মেসিকে ছুটি দেওয়া যাবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আর্জেন্টিনা ফুটবল সংস্থা। তবে তারাও মেসিকে না আটকানোরই পক্ষপাতী।
 
এদিকে তিন সন্তান থিয়াগো, মাতেয়ো এবং সিরোকে নিয়ে ইতিমধ্যেই মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো মিয়ামিতে মেসির বাড়িতে ঘুরে এসেছেন। সেখানে আর্জেন্টিনার ফুটবলারের একাধিক বাড়ি রয়েছে বলে জানা গিয়েছে। ফুটবল জীবনের বেশিরভাগটাই মেসি কাটিয়েছেন স্পেনে। ২০২১ সাল থেকে দুই বছর ফ্রান্সে কাটিয়েছেন। কিন্তু আমেরিকায় গিয়ে ভাষাগত সমস্যা হতে পারে মেসির।

কারণ, তিনি ইংরেজি খুব ভাল জানেন না। পাশাপাশি, বার্সেলোনা এবং প্যারিসের তুলনায় মিয়ামি অনেকটাই আলাদা। সব ভেবেচিন্তেই মেসি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানায়, মিররের প্রতিবেদনে। ফুটবলের পাশাপাশি বরাবরই পরিবারকে আলাদা গুরুত্ব দিয়ে থাকেন ৩৬ এ পা ফেলা লা পুলগা। স্ত্রী এবং সন্তানদের খেয়াল রাখার ব্যাপারে তার তুলনা নেই।

সম্পূর্ণ নতুন একটা মহাদেশে পাড়ি দেওয়ার আগে ব্যবস্থাপনায় কোনও ত্রুটি রাখতে চান না তিনি। আপাতত আর্জেন্টিনার কোনও গুরুত্বপূর্ণ ম্যাচ নেই। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব শুরু পরের বছর থেকে। তত দিন পর্যন্ত মেসি জাতীয় ফুটবল দল থেকে সরে দাঁড়াতে পারেন। এদিকে, বিশ্বকাপ জেতার পরে নিজের প্রথম জন্মদিন রোজারিওতেই কাটালেন মেসি।

পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে আর্জেন্টিনার জার্সি গায়ে একটি ম্যাচ খেলেন তিনি। মাঠে নেমে হ্যাটট্রিকও করলেন লিও।  এত বছর পরে নিজের প্রথম ক্লাবে নামার পরে মেসি মাঝেমধ্যে আবেগপ্রবণও হয়ে পড়ছিলেন।

তবে চোখের জল ফেলেননি। উল্টো যতক্ষণ থাকলেন ততক্ষণ প্রতিটি মুহূর্ত উপভোগ করলেন। এদিন মেসি বলেন, ‘রোজারিওতে ফিরে আসতে পারা সবসময়ই আনন্দের। আর বিশ্বকাপ জয়ের পর এটাই আমার প্রথম জন্মদিন, তাই এই দিনটি খুবই বিশেষ। অবসর নেয়ার সময় যা অর্জন করেছি তা আরও বেশি করে স্মরণ করবো, উপভোগ করবো।’
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর