, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এবার ঈদে দুই চ্যানেলে গান শোনাবেন মাহফুজুর রহমান

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৩ ০৫:২৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৩ ০৫:২৩:১৫ অপরাহ্ন
এবার ঈদে দুই চ্যানেলে গান শোনাবেন মাহফুজুর রহমান ফাইল ছবি
এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে কে না চেনেন? দেশজুড়ে তিনি পরিচিত তার অদ্ভুত গায়কীর কারণে। যেদিন থেকে তিনি গান করছেন সেদিন থেকেই ট্রলের শিকার হচ্ছেন। পাশাপাশি সংগীত সংশ্লিষ্টরাও মহাবিরক্ত তার এহেন কাণ্ডে।

এসব অবশ্য গায়ে মাখেন না মাহফুজুর রহমান। যে যাই বলুক, তিনি গান গেয়েই যাচ্ছেন। ভবিষ্যতেও গাইবেন বলে বহুবার জানিয়েছেন।

প্রতি বছর ঈদ উৎসবে নিজের চ্যানেলে গান শোনান মাহফুজুর রহমান। ২০১৬ সাল থেকে শুরু করেছেন এই কাজ। মাঝে করোনা প্রকোপে সব থেমে গেলেও থামেনি তার গান। সেই ধারাবাহিকতায় এই রোজার ঈদেও গান গাইবেন তিনি।

প্রতি বছর একটি টিভি চ্যানেলে গান করলেও এবার ঈদের দিন দুই চ্যানেলে দুটি অনুষ্ঠান প্রচার হবে মাহফুজুর রহমানের। এটিএন বাংলার পাশাপাশি সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজে দেখা যাবে তাকে।

এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘তুমি আমার অন্তরে’। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১১টি গান। এ অনুষ্ঠানের গানগুলোর কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। এছাড়া চারটি গজলও রয়েছে।

অন্যদিকে এটিএন নিউজে থাকছে ‘তোমার মাঝে বাঁচি’শিরোনামে মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান। এতে থাকবে ফাসানা এ দিল, দুনিয়া কিসি কে পেয়ার, হামছে বাদাল গ্যায়া ও ঝুমে এ দিল শিরোনামের চারটি গজল। বাকি গানগুলো হচ্ছে আজ থেকে সবাইকে, তুমিতো জানো না, একটুখানি হাসো না, ও রমনী, তোমাকে ভালোবাসি খুব এবং মনের স্বীকৃতি। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন