মেসির জন্মদিনে ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসির একসময়ের সতীর্থ ম্যাক্সিমিলিয়ানো ‘ম্যাক্সি’ রুবেন রদ্রিগেজ। নিউওয়েলস ওল্ড বয়েজ ম্যাক্সির বিদায় স্মরণীয় করে রাখতে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করে। ম্যাচে প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা, নেমেছিলেন মেসিও। দারুণ এক হ্যাটট্রিক করে ৩৬তম জন্মদিন রাঙিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক।
এদিকে রদ্রিগেজের বিদায় উপলক্ষে মেসির জন্মশহর রোজারিওতে আয়োজন করা হয় জমকালো বিদায়ী অনুষ্ঠানের। স্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে প্রায় ৪২ হাজার দর্শকের সামনে নানা আয়োজনের মধ্য দিয়ে রদ্রিগেজকে বিদায় জানানো হয়। তাকে শ্রদ্ধা জানিয়ে স্টেডিয়ামে একটি ভিডিও প্রদর্শন করা হয়।
ম্যাক্সির দল নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে আর্জেন্টিনা দলের হয়ে মাঠে নামেন শনিবার ৩৬-এ পা দেয়া মেসি। বাঁ-পায়ের ফ্রি-কিক থেকে চার মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পেয়ে যান মহাতারকা। পরের গোলটি করেন গোলরক্ষকের মাথার উপর দিয়ে ফ্লিক করে। আর বুক দিয়ে বল নামিয়ে দুর্দান্ত ভলিতে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।
এদিকে দ্বিতীয়ার্ধে অবশ্য আর মাঠে নামেননি ‘বার্থডে বয়’। ম্যাচে ৭-৫ গোলের ব্যবধানে জিতেছে মেসির শৈশবরে ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ। সাবেক বর্তমানদের মিলনমেলায় এদিন মাঠে নেমেছিলেন মেসি-মার্টিনেজদের কোচ লিওনেল স্কালোনিও।