, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টিকটক করতে গিয়ে যমুনা নদীতে পড়ে নিখোঁজ কিশোর

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৩ ০১:০৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৩ ০১:০৫:০৭ অপরাহ্ন
টিকটক করতে গিয়ে যমুনা নদীতে পড়ে নিখোঁজ কিশোর
এবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে মোবাইল ফোনে টিকটক করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হয়েছে এক কিশোর। গতকাল শনিবার ২৪ জুন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্রধর নয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে একই দিন সন্ধ্যা এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোর হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চিকাজানী গ্রামের হিরু মিয়ার ছেলে আপন (১৬)। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী।

এদিকে স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার আগে আপন বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে বন্যার পানি ও বাহাদুরাবাদ নৌ-ঘাট টার্মিনাল দেখতে যায়। একপর্যায়ে স্রোতস্বিনী যমুনা নদীতে মোবাইলে টিকটক করতে গিয়ে অসাবধানতায় পানিতে পড়ে নিখোঁজ হন।

অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্রধর নয়া জানান, নিখোঁজ আপনের মা-বাবা দু’জনই সরকারি কর্মচারী। শিক্ষার্থী আপন যমুনা নদীতে মোবাইলে টিকটক করতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়। উদ্ধারের চেষ্টা চলছে। ইতোমধ্যে ডুবুরিকে জানানো হয়েছে।
সর্বশেষ সংবাদ