এবার হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির জন্য উড্ডয়ন বন্ধ করায় ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট সিএক্স৮৮০ এর চাকা ফেটে ১১ জন যাত্রী আহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৪ জুন) ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট সিএক্স৮৮০ হংকং থেকে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে রওনা দিয়েছিল। ফ্লাইটে ১৭ জন ক্রু সদস্য এবং ২৯৩ জন যাত্রী ছিলেন।
তবে কিছু যান্ত্রিক সমস্যা দেখা যাওয়াতে ফ্লাইটের টেকঅফ বাতিল করা হয়েছিল। বিবৃতিতে বলা হয়, সতর্কতা জারি করা অবস্থায় যাত্রীরা আতঙ্কে হুড়োহুড়ি করে ফ্লাইটের পাঁচটি দরজা দিয়ে বের হওয়ার সময় ১১ জন আহত হন।
ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের বিবৃতিতে যাত্রীদের দুর্ভগের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে ক্যাথে প্যাসিফিকের পাবলিক ব্রডকাস্টার আরটিএইচকে জানিয়েছে, ফ্লাইটের একটি চাকা অতিরিক্ত গরম হওয়ার ফলে ফেটে যায়।