এখন রাজধানীর বাজারে পাওয়া যাচ্ছে না প্যাকেটজাত চিনি। আর খোলা চিনির দাম সরকার ১০৪ টাকা বেঁধে দিলেও বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
আমদানিকারকদের দাবি, আন্তর্জাতিক বাজারে চিনির রেকর্ড দাম বেড়েছে। এ অবস্থায় বেশি দাম দিয়ে চিনি আমদানি করবেন কি না, সে বিষয়ে সরকারের মতামত চেয়েছেন তারা।
এদিকে দাম বেড়ে যাওয়ায় খুচরা ব্যবসায়ীদের কেউ কেউ চিনি বিক্রি বন্ধ রেখেছেন। ডিলাররা দাম বেশি নিলেও ক্রয় রশিদ দিচ্ছেন না বলেও অভিযোগ করেছেন তারা।
এদিকে টিসিবির হিসাবে দেখা গেছে, এক মাসে চিনির দাম বেড়েছে ১৫ শতাংশ। আর এক বছরে বেড়েছে ৬২ শতাংশের বেশি। এ ছাড়া পেঁয়াজ, আলু ও আটা-ময়দার দামও উর্ধ্বমুখী।