, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সৌদি পৌঁছেছেন ১ লাখ ২২ হাজার ৮৩৩ হজযাত্রী

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৩ ১০:১৭:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৩ ১০:১৭:২৯ পূর্বাহ্ন
সৌদি পৌঁছেছেন ১ লাখ ২২ হাজার ৮৩৩ হজযাত্রী ছবি : সংগৃহীত
পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন ১ লাখ ২২ হাজার ৮৩৩ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩২১ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ১ লাখ ১২ হাজার ৫৬২ জন।  এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৩৩০টি ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রীর ভিসা ১০০ শতাংশ ও বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ। হজে গিয়ে এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২২ জন এবং নারী চারজন।

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট। এদিকে আজ (রোববার) ভোরে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হয়েছে। শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে হজ।

উল্লেখ্য, সৌদিতে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। পরের দিন ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা। আর বাংলাদেশে ঈদুল আজহা ২৯ জুন।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস