, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


৪০ গরু নিয়ে ঢাকার পথে স্পেশাল ট্রেন

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৩ ০৮:১৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৩ ০৮:১৩:৪৯ অপরাহ্ন
৪০ গরু নিয়ে ঢাকার পথে স্পেশাল ট্রেন ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ৪০টি গরু নিয়ে ক্যাটল স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় ট্রেনটি ছেড়ে যায়। এর আগে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে গরু পরিবহনের কার্যক্রম উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।

চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচল করা ম্যাংগো স্পেশাল ট্রেনের সঙ্গে দুটি বগি যুক্ত করে কোরবানির পশু পরিবহন করা হচ্ছে। প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে দুটি ওয়াগনে ৪০টি গরু ও ৬টি ছাগল পরিবহন করা হয়। এসব পশু পরিবহন করে রেলওয়ের আয় হয়েছে ২৩ হাজার ৬৬০ টাকা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুর আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ, সহকারী রেলস্টেশন মাষ্টার আমানত প্রমুখ।
সর্বশেষ সংবাদ