, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কাল ভোর থেকে ফের চালু হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৩ ০৮:১১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৩ ০৮:১১:৫২ অপরাহ্ন
কাল ভোর থেকে ফের চালু হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
এবার পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ইন্দোনেশিয়া থেকে আসা জাহাজ থেকে দ্রুত গতিতে কয়লা খালাস করা হচ্ছে। ফলে আগামীকাল রবিবার ভোর থেকে চালু হতে পারে কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট।

আজ শনিবার ২৪ জুন ভোরে এমভি অ্যাথেনা মাদার ভ্যাসেলটি তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙর করলে পুরোদমে কয়লা খালাস কার্যক্রম শুরু হয়।
 
এর আগে গতকাল শুক্রবার রাত ৩টার দিকে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি অ্যাথেনা নামের ওই জাহাজটি ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে পৌঁছালে লাইটারেজ জাহাজের মাধ্যমে কয়লা খালাশ কার্যক্রম শুরু করে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
 
কয়লার অভাবে গত ২৫ মে ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট ও পরে গত ৫ জুন আরেকটি ইউনিট বন্ধ হয়ে ১৩২০ মেগাওয়াটের ওই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে দেশে চলমান বিদ্যুৎ ঘাটতি অনেকটা পূরণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ সংবাদ
আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার