, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভাঙ্গায় অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ: মারা গেলেন চালকও

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৩ ০৬:৪৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৩ ০৬:৪৩:২৬ অপরাহ্ন
ভাঙ্গায় অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ: মারা গেলেন চালকও
অবশেষে ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে ৭ জনের প্রাণহানির পর মারা গেলেন তার চালক মৃদুল মালো (২৫)। আজ শনিবার ২৪ জুন বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া মৃদুল মালো ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার তকি মোল্যা সড়কের সুভাষ চন্দ্র মালোর ছেলে।

এর আগে দুপুরে ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে একটি অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে পৌঁছালে অ্যাম্বুলেন্সের সামনের চাকা ফেটে যায়।

এসময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা লাগে। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
 
এ সময় আগুনে দগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সের ৭ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় চালককে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।
সর্বশেষ সংবাদ