, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


উল্লাপাড়ায় টাইটনিক বিক্রি হয়েছে ১৭ লাখ টাকা

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৩ ০৪:০৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৩ ০৪:০৯:২৭ অপরাহ্ন
উল্লাপাড়ায় টাইটনিক বিক্রি হয়েছে ১৭ লাখ টাকা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ঈদ-উল-আযহাকে সামনে রেখে উল্লাপাড়ার কোরবানির পশুর হাটগুলোতে এখন জমজমাট কেনাবেচা চলছে। উপজেলার গ্যাসলাইন, বড়হর, জনতা, বোয়ালিয়া এবং সলংগা পশুর হাটে যেমন কোরবানি পশু উঠছে তেমনি রয়েছে এর ক্রেতা। এবছর এখন পর্যন্ত উপজেলায় সবচেয়ে বেশি দামে গরু বিক্রি করেছেন কয়ড়া গ্রামের গরু ব্যবসায়ী রঞ্জু ইসলাম।

তিনি তার খামারের একটি অস্ট্রেলিয়ান জাতের হলিস্টিন ফ্রিজিয়ান টাইটনিক নামের গরু বিক্রি করেছেন ১৭ লাখ টাকা। এছাড়া পাকিস্তানি  শাইওয়াল জাতের দুটি গরু বিক্রি করেছেন ২৪ লাখ টাকা।

রঞ্জু ইসলাম জানান, তিনি উল্লিখিত দু’টি জাতের ১০টি গরু দু’বছর আগে কিনে এতদিন প্রতিপালন করে আসছেন। এর মধ্যে টাইটনিক নামের গরুটি তিনি বিক্রি করেছেন ১৭ লাখ টাকায়। এখন তার খামারে শাইওয়াল জাতের ৭টি গরু রয়েছে। তবে এগুলো ঈদের আগে বিক্রি হয়ে যাবে বলে রঞ্জু আশাবাদ ব্যক্ত করেন।

উল্লাপাড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারী  সার্জন শামীম আকতার সর্বোচ্চ দামে রঞ্জু ইসলামের গরু বিক্রির বিষয়টি নিশ্চিত করে জানান, উল্লাপাড়ায় এবছর কোরবানীর জন্য এবছর প্রায় ৫১ হাজার গরু প্রস্তুত রয়েছে। তবে এবছর কোরবানীর গরুর চাহিদা ৪২ হাজার। সেক্ষেত্রে প্রায় ৯ হাজার গরু অতিরিক্ত সংরক্ষিত রয়েছে। শামীম আকতার আরো জানান, অনেক গরু বিক্রেতা তাদের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় এখনও  গরুগুলো হাটে তুলে আবার ফিরিয়ে নিয়ে আসছেন।
সর্বশেষ সংবাদ