এবার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ জোরদার করার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠক করেছেন সফররত কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য দূত পল থোপিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে তারা এসব বিষয়ে আলোচনা করে বাণিজ্য দূত পল থোপিল আরও বলেন, আমরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনায় বিশ্বাস করি। এজন্যই আমি আমার সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এসেছি। কারণ, আমরা আরও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চাই।
বাংলাদেশে তার দ্বিতীয় সরকারি সফরে এসেছেন দূত থোপিল। তিনি এই সফরে কানাডার সবচেয়ে স্বীকৃত কোম্পানিগুলোর ঊর্ধ্বতন নির্বাহীদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— বেল হেলিকপ্টার, ব্ল্যাকবেরি, গিল্ডান অ্যাক্টিভওয়্যার, জেসিএম পাওয়ার ও অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনস।
গৃহীত সংস্কার উদ্যোগগুলোকে সাহসী এবং প্রয়োজনীয় বলে বর্ণনা করে থোপিল অধ্যাপক ইউনূসকে বলেন, আপনারা একটি দারুণ উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। আমরা অগ্রগতির স্পষ্ট লক্ষণ দেখতে পাচ্ছি। আপনার সরকার যে সংস্কারগুলো শুরু করেছে—তা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করছে এবং কানাডা বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে গুরুত্ব দেয়।
জবাবে ড. ইউনূস বলেন, আমরা জঞ্জাল পরিষ্কার করার চেষ্টা করছি, যা আমরা উত্তরাধিকারসূত্রে পেয়েছি—এগুলো ছিল একটি বিপর্যয়। এটি ১৫ বছরের দীর্ঘ ভূমিকম্পের মতো অনুভূত হয়েছিল। অসম্ভব প্রতিকূলতা সত্ত্বেও, আমরা গুরুতর সংস্কারের মাধ্যমে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার জন্য আমাদের পাশে আপনার মতো বন্ধুদের প্রয়োজন।
প্রধান উপদেষ্টা কানাডার বিনিয়োগকারীদের বলেন, এখানে বিনিয়োগ ও উৎপাদন করতে পারেন। এখান থেকে অন্যান্য বাজারে পুনঃরপ্তানিও করতে পারেন। আমরা আমাদের জনগণকে প্রশিক্ষণ দিয়ে কানাডার ব্যবসার অংশীদার হতে প্রস্তুত। কানাডাকে সর্বদা স্বাগত জানাবে বাংলাদেশ।