, সোমবার, ১৯ মে ২০২৫ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ


এবার হত্যার হুম'কি পেলেন মোহাম্মদ শামি

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ১১:৪০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ১১:৪০:৩৮ অপরাহ্ন
এবার হত্যার হুম'কি পেলেন মোহাম্মদ শামি
কাশ্মীরের পাহেলগামে পর্যটক হত্যার ঘটনার হত্যার হুমকি পেয়েছিলেন ভারতীয় জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মোহাম্মদ শামির নাম। হত্যার হুমকি ছাড়াও ১ কোটি রুপিও দাবি করে ই-মেইল পাঠানো হয়েছে এই ভারতীয় পেসারকে।
 
সোমবার (৫ মে) এ ঘটনায় উত্তর প্রদেশের আমরোহা জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে মোহাম্মদ শামির ভাই হাসিব এফআইআর দায়ের করেছেন। 
 
সেখানে অভিযুক্ত হিসেবে রাজপুত সিন্দর নামে একজ'নকে উল্লেখ করেছেন তিনি। ই-মেইলে দেওয়া তথ্য থেকেই এই নামটি এফআইআ'রে যুক্ত করা হয়। কারণ, রাজপুত সিন্দর নামে কোনো একব্যক্তি মেইলটি পাঠিয়েছেন।
 
এরপরই সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ এই এফআ'ইআরকে ইন্ডি'য়ান পেনাল কোড-২০২৩ এর ৩০৮(৪) ধারা, ২০০৮ এর ইনফরমেশন টেকনোলজি এক্টের ৬৬ ডি ও ৬৬ই ধারায় মামলা হিসেবে গ্রহণ করতে আদেশ দেন।
 
চলতি আইপিএলে নিজের নামের প্রতি সুবি'চার করতে পারেননি শামি। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে  ৯ ম্যাচে মাত্র ৬ উইকেট নিয়েছেন তিনি। 
 
সর্বশেষ সংবাদ
সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত

সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত