, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ভাঙ্গায় রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা,সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৩ ০১:২৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৩ ০১:২৭:০৯ অপরাহ্ন
ভাঙ্গায় রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা,সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫
নাজুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে একটি মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে অন্তত ৫ যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৪ জুন) বেলা ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

তিনি বলেন, একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেলে মুহূর্তেই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসে থাকা ৫ যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন, গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ওসি মো. জিয়ারুল ইসলাম আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।মাক্রোবাসটি সরিয়ে জনসাধারনের জন্য রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম, এটা মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। তাই শিবচর হাইওয়ে থানাও এ ঘটনা নিয়ে কাজ করছে।
 
সর্বশেষ সংবাদ