, সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ , ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপের আগে ভারত-ইংল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৩ ১২:২৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৩ ১২:২৪:৫০ অপরাহ্ন
বিশ্বকাপের আগে ভারত-ইংল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা
আগামী বছরের শুরুতেই শ্রীলঙ্কায় বসছে অনূর্ধ-১৯ বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে ভারত। যেখানে বাংলাদেশের সঙ্গে আরেক দল ইংল্যান্ড অংশ নেবে। চলতি বছরের নভেম্বরে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই ত্রিদেশীয় সিরিজ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

অবশ্য তিন দেশের খেলা হলেও টুর্নামেন্টে থাকবে চারটি দল। কেননা স্বাগতিক ভারতেরই থাকবে দুইটি দল। বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মূলত বিশ্বকাপে নিজেদের সেরা ক্রিকেটার নির্বাচন করতেই এমন পরিকল্পনা ভারতের।

এর আগেও যুব বিশ্বকাপের আগমুহূর্তে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলেছিল ভারত। সেখানেও ছিল ভারতের ‌দুটি দল- ‘এ’ এবং ‘বি’। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সিরিজটি মাঠে গড়াবে।

এর আগে আগামী জুলাই মাসে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ঘরের মাঠে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ৩ জুলাই শুরু হয়ে সিরিজটি শেষ হবে ১৮ জুলাই।
সর্বশেষ সংবাদ
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস