জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বর্তমান বিএনপিকে ‘রাজনৈতিক দল’ নয় বরং ‘সামাজিক ক্লাব’ বলে অভিহিত করেছেন। সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন, বিএনপি এখন আওয়ামী লীগবিরোধী ব্যক্তিদের একত্রিত হওয়ার একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যার নেই কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দর্শন বা বয়ান।
জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বর্তমান বিএনপিকে ‘রাজনৈতিক দল’ নয় বরং ‘সামাজিক ক্লাব’ বলে অভিহিত করেছেন। সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন, বিএনপি এখন আওয়ামী লীগবিরোধী ব্যক্তিদের একত্রিত হওয়ার একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যার নেই কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দর্শন বা বয়ান।
পিনাকী ভট্টাচার্যের ভাষ্য অনুযায়ী, বিএনপির আজকের কার্যকলাপকে ‘রাজনীতি’ বলা যায় না। তাদের কথাবার্তায় রাজনৈতিক চিন্তার স্পষ্টতা অনুপস্থিত এবং তারা নিজেদের বক্তব্যে স্ববিরোধিতায় ভরা। তিনি আরো বলেন, "এই ধরনের দিকহীন ও দুর্বল সংগঠন কোনোভাবেই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে সক্ষম নয়।"
তিনি মনে করেন, একটি রাজনৈতিক দলকে নেতৃত্বের দায়িত্ব নিতে হলে তাকে সুসংহত দর্শন, সুস্পষ্ট কর্মসূচি এবং বাস্তবসম্মত রাজনীতি নিয়ে এগোতে হয়। বর্তমান বিএনপি সেই মানদণ্ড পূরণ করতে পারছে না বলেও মন্তব্য করেন পিনাকী।