, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


নন্দীগ্রামে আইসিটি প্রতিমন্ত্রী পলকের আগমনকে ঘিরে শহরে সাজ সাজ রব

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৩ ০৮:৪৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৩ ০৮:৪৭:০২ অপরাহ্ন
নন্দীগ্রামে আইসিটি প্রতিমন্ত্রী পলকের আগমনকে ঘিরে শহরে সাজ সাজ রব ফাইল ছবি
রবিন খান, নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে আগামীকাল শনিবার (২৪ জুন) উপজেলা পরিষদে আসছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এদিন সকাল ৯ টায় তিনি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন। তরুণ এই রাজনীতিবিদের আগমনকে ঘিরে পৌর শহরের বাসস্ট্যান্ডের প্রবেশ মুখ থেকে শুরু করে উপজেলা পরিষদ গেট পর্যন্ত সড়কে ব্যানার-ফেস্টুন সাঁটিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। উপজেলা পরিষদ অডিটোরিয়াম সংলগ্ন সড়কে তোরণ ও তার উপরে নৌকা রাখা হয়েছে। প্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে শহর এলাকায় ব্যানার-ফেস্টুনের ছড়াছড়ি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিমন্ত্রীর নন্দীগ্রামে আগমনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। 

সুত্রমতে, ৩৯ বগুড়া-৪ আসনের নন্দীগ্রাম ও ৬০ নাটোর-৩ আসনের সিংড়া দুটি পাশাপাশি উপজেলা। নাটোর-৩ আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের কাছে ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত। তিনি শনিবার সকাল ৯ টায় সড়ক পথে বগুড়া-৪ আসনের নন্দীগ্রামে আসবেন। উৎসাহ আর উদ্দীপনায় চলছে তাকে বরণের প্রস্তুতি। উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এরপরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এতে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 

এদিকে প্রতিমন্ত্রীর কর্মসূচি সফল করতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করছে নন্দীগ্রাম থানা পুলিশ। প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা জানান, তরুণদের আইকন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি কে বরণ করতে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। 

নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল জানান, প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের নেতাদের বরণ করতে স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। প্রতিমন্ত্রীর কর্মসূচি সফল করতে পৌর শাখার প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে নির্দেশনা দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, প্রতিমন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করছি। নিয়মিত টহলের বাহিরেও বাড়তি পুলিশ মোতায়েন করা হবে।