, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তোমার প্রাক্তন প্রেমিকাদের মতো নই, যে চাইলেই গায়ে ঘেঁষা যায়: পরীমণি

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৩ ০৮:২৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৩ ০৮:২৮:৩৯ অপরাহ্ন
তোমার প্রাক্তন প্রেমিকাদের মতো নই, যে চাইলেই গায়ে ঘেঁষা যায়: পরীমণি ফাইল ছবি

এখনো কাগজ-কলমে কিংবা আইনিভাবে ডিভোর্স হয়নি ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত চিত্রনায়িকা পরীমণির। তবে স্বামী অভিনেতা শরিফুল রাজের থেকে আলাদা থাকছেন তিনি। একই সঙ্গে নিজেকে এখন রাজের স্ত্রী নন বলেও দাবি করেন নায়িকা।

তবে এখন আর স্বামী রাজের বিষয়ে কোনো কথা বলতেও দেখা যায় না পরীমণিকে। তবে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে থাকেন। এইতো, কিছুদিন আগেই বিশ্ব বাবা দিবসে একটি স্ট্যাটাস দিলেন। আর এবার ‘সাবেক’ উল্লেখ করে ইঙ্গিতপূর্ণ একটি স্ট্যাটাস দিলেন তিনি।

আজ শুক্রবার (২৩ জুন) বেলা ১১টা ২৫ মিনিটে ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন পরীমণি। সেখানে তিনি লেখেন, ‘এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে….। যেভাবে এখন মাস পেরিয়ে যায়। কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি।’

পরীমণি আরও লেখেন, ‘হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকাদের মতো নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।’
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন