, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


হাজিদের প্রতিদিন ৪০০ টন জমজমের পানি দেওয়া হচ্ছে

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৩ ০৭:৪৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৩ ০৭:৪৯:৩৯ অপরাহ্ন
হাজিদের প্রতিদিন ৪০০ টন জমজমের পানি দেওয়া হচ্ছে ফাইল ছবি
মসজিদে নববীতে প্রতিদিন হাজিদের মধ্যে জমজম কূপের ৪০০ টন পানি বিতরণ করা হচ্ছে। হজ করার করার জন্য প্রতিদিন পবিত্র নগরী মক্কা ও মদিনায় মুসল্লিদের সংখ্যা বাড়ছে। এ অবস্থার মধ্যে বাড়ছে জমজম পানি ব্যবহারের পরিমানও। ১০ হাজার কনটেইনারে করে হাজিদের মধ্যে এ পানি বিতরণ করা হচ্ছে। খবর আরব নিউজ।

আরব নিউজের খবরে বলা হয়, হজ করতে আসা মুসল্লিদের জন্য ৫৩০ জন স্বেচ্ছাসেবী পানি বিতরণের কাজে নিয়োজিত রয়েছেন। একবার পান করা যায় এমন ছোট ছোট ৮০ হাজার বোতল জমজমের পানি প্রতিদিন হাজিদের মাঝে বিতরণ করা হচ্ছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত পবিত্র মসজিদ হলো মসজিদে নববী। সেখান থেকেই হাজিদের মাঝে জমজমের পানি বিতরণ করা হয়। ১০ হাজার কনটেইনারে পানি বিতরণের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে আরও পাঁচ হাজার কনটেইনার। 

আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরপরের দিন সৌদি আরবে ঈদুল আজহা পালিত হবে। এবার বিশ্বের ১৬০টির বেশি দেশের ২০ লাখের অধিক মানুষ পবিত্র হজ পালন করবেন। তাদের মধ্যে ১৭ লাখ হজযাত্রী ফ্লাইটের টিকিট রিজার্ভ করেছেন। গত বুধবার এ তথ্য জানান সৌদি হজ ও ওমরামন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়া।

বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন হজে যাবেন। তাদের মধ্যে রোববার রাত পর্যন্ত ৯৬ হাজার ৯১৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৭৯৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ১২১ জন।
সর্বশেষ সংবাদ