, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জনগণের সম্পদ বেচে ক্ষমতায় থাকব সেই বাপের মেয়ে আমি না: প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৩ ০৬:৪৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৩ ০৬:৪৫:১৫ অপরাহ্ন
জনগণের সম্পদ বেচে ক্ষমতায় থাকব সেই বাপের মেয়ে আমি না: প্রধানমন্ত্রী
দেশের জনগণের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকবেন সেই বাপের মেয়ে নন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নন, তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে আখ্যায়িত করেছেন।

আজ শুক্রবার ২৩ জুন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

গত ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার ওপর তখন প্রচণ্ড চাপ ছিল গ্যাস বিক্রি করতে হবে। কিন্তু আমি রাজি হইনি। ক্ষমতার লোভে মানুষের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকব সেই বাপের মেয়ে আমি না।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা গ্যাস বিক্রি করতে চাইনি বলে ক্ষমতায় ফিরতে পারিনি। তখন মুচলেকা দিয়েছিল খালেদা জিয়া। মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের সম্পদ বেচবে, লুটপাট করবে, এটা এই দেশের মানুষ মেনে নেয়নি। ১৯৯৬ সালে ভোট চুরির কারণে জনগণ খালেদা জিয়াকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করে জনগণ।’ 

এ সময় তিনি দাবি করেন, ২০০৭ সালেও পাতানো নির্বাচনের মাধ্যমে বিএনপি ভোটচুরির ষড়যন্ত্র করছিল। এজন্য জনগণ দ্বারা বিতাড়িত হয়। 
সর্বশেষ সংবাদ
এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি

এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি