, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


আমার চাচা মেয়র মানেই আমি মেয়র: সাদিক আব্দুল্লাহ

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৩ ০৬:৩২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৩ ০৬:৩২:৫৭ অপরাহ্ন
আমার চাচা মেয়র মানেই আমি মেয়র: সাদিক আব্দুল্লাহ
এবার বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ বলেছেন, আমার চাচা মেয়র মানেই আমি মেয়র। যা ভোটে প্রমাণিত হয়েছে। ১২৬ কেন্দ্রের মধ্যে ১২৫টিতে জয় লাভ করেছে আমার চাচা। বিভাজন করার কোনো সুযোগ নেই। যারা দখলবাজ তারা সব সময় ছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ শুক্রবার ২৩ জুন সকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
এ সময় আরও শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সাংবাদিকদের সাদিক আব্দুল্লাহ আরও বলেন, বরিশাল আওয়ামী লীগের মধ্যে কোনো বিভাজন নেই, আওয়ামী লীগ সব সময় একতাবদ্ধ। শান্তির নগরী বরিশাল, আমাদের সাধ্য অনুযায়ী শান্তিতে রাখার চেষ্টা করবো। আমরা সহাবস্থান রেখেই চলবো। রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই।

তিনি বলেন, জবর দখল কিসের লক্ষণ সেটা আপনারা ভালো করে বোঝেন। কিছু লোকজন তো আছে যারা সুবিধার জন্য আওয়ামী লীগে আসে, আবার সুবিধা নেওয়া শেষ হলে তারা চলে যাবে। দল ক্ষমতায় না থাকলে এদের খুঁজে পাওয়া যাবে না। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হওয়ার পর প্রায় তিন মাস বরিশালে আসেননি তিনি। কেন্দ্রের নির্দেশে তিনি ঢাকায় ছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মেয়র সাদিক।