, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এমবাপ্পেকে পিএসজি ছাড়তে বলেন মেসি

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৩ ০৩:২৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৩ ০৩:২৯:২২ অপরাহ্ন
এমবাপ্পেকে পিএসজি ছাড়তে বলেন মেসি
এবার আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি পিএসজি ছেড়েছেন। বার্সেলোনায় ফেরার গুঞ্জন থাকলেও সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা বেছে নিলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিকে। প্যারিস ছাড়ার আগে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পিএসজি ছাড়ার পরামর্শ দিয়ে গেছেন মেসি।

এদিকে স্প্যানিশ দৈনিক ডিফেন্সা সেন্ট্রাল তাদের এক প্রতিবেদনে বলেছে, মেসি পিএসজি ছাড়ার আগে এমবাপ্পেকে বলেন, ‘আমি চাই তুমি বার্সেলোনাতে যাও। কিন্তু যদি তুমি রিয়াল মাদ্রিদে যেতে চাও, সেখানেই যাও। তোমার একটা চ্যাম্পিয়ন প্রজেক্ট দরকার।’ ফুটবলের সব কিছুই জেতা হয়ে গেছে মেসির। আর এমবাপ্পের সামনে লম্বা ক্যারিয়ার।

তাই নিজে নিচু সারির ক্লাবে ঝুঁকলেও মেসি চান সেরা কোনো ক্লাবে খেলুক এমবাপ্পে। মেসি-নেইমার-এমবাপ্পেরা জুটি বেঁধে পিএসজিতে খেলেছেন দুটি মৌসুম। তাদের আক্রমণ যেকোনো প্রতিপক্ষের রক্ষণে ভয় ধরিয়ে দেওয়ার মতো। সেই আক্রমণ নিয়েও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হয় পিএসজি।

এদিকে মেসিকে এনেও সেই ট্রফি জেতা হয়নি ফরাসি ক্লাবটির। শেষদিকে পিএসজির সঙ্গে মেসির সম্পর্কের অবনতি হয়। সেই কারণে আর ওই ক্লাবে থাকতে রাজি ছিলেন না মেসি। তার সঙ্গে সৌদি আরবের আল হিলাল ক্লাবেরও কথা হয়েছিল। শেষ পর্যন্ত আমেরিকার ক্লাবে খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’