, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হাসপাতালে ভর্তি অভিনেত্রী তমা মির্জা

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৩ ০২:২৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৩ ০২:২৭:২০ অপরাহ্ন
হাসপাতালে ভর্তি অভিনেত্রী তমা মির্জা
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢাকাই সিনেমার অভিনেত্রী তমা মির্জা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (২৩ জুন) ভোরে হাসপাতালে ভর্তি হন তিনি। বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

ফেসবুক পোস্টে অসুস্থতার খবর জানিয়ে তমা মির্জা লেখেন, ‘আগামী ৪-৫ দিন পরিপূর্ণ বিশ্রাম প্রয়োজন।’ তবে এরচেয়ে বেশি কিছু জানাননি তিনি।

ঈদুল আজহায় মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় পা রাখতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ছবিতে তিনি তমার নায়ক চরিত্রে অভিনয় করবেন। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন