, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ , ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


তরুণীদের কাছে আমি এখন জাতীয় ক্রাশ: জায়েদ খান

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৩ ১১:৫৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৩ ১১:৫৩:৫৮ পূর্বাহ্ন
তরুণীদের কাছে আমি এখন জাতীয় ক্রাশ: জায়েদ খান
এখন সিনেমার চেয়ে বাইরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনায় বেশি থাকেন ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। যে আলোচনার বেশিরভাগই তার প্রেম কিংবা বিয়ে বিষয়ক মন্তব্যকে ঘিরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে ফের আলোচনায় জায়েদ খান। সাক্ষাৎকারে জায়েদ খান দাবি করেন, তিনি বিয়ে করছেন না বলে অনেক নারীই বিয়ে করছেন না। 

জায়েদ খান বলেন, “আমার নারী ভক্ত অনেক। নারীরা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু নোংরাভাবে না। আমি মেয়েদের অনেক গিফট পাই। মেয়েদের যতো প্রেম নিবেদন পেয়েছি তা অবিশ্বাস্য।” তিনি আরও বলেন, “অনেক বলি যে, আগুনের পেছনে ছুটলে হাত পুড়ে যাবে। পারবে না, তুমি নিজের মতো চলে যাও। কিন্তু তারা যেতে চায় না। তারা আমাকেই চায়।”

এ বিষয়ে জায়েদ খান বলেন, “আমি সৌন্দর্য ভালোবাসি। সেটা পজেটিভলি দেখছেন সবাই। তারা আমার সঙ্গে প্রেম করতে চান। আমি নাকি জাতীয় ক্রাশ। তবে তরুণীদের সাড়ায় আমি অভিভূত। তারা মন থেকে আমাকে চান। এর কারণ, আমি তো নোংরামি করিনি। করলে এত দিনে অনেক কিছু বের হতো।

জায়েদ খান বলেন, “আমি একজন শিক্ষিত ছেলে। এটাই জায়েদ খানের পরিচয়। জায়েদ আগুন হয়েই থাকবে। যত দিন ব্যাচেলর থাকব, তত দিন নারীরা আমাকে দেখে জ্বলবেন। কিন্তু প্রেম করব না।”

তিন আরও বলেন, “আমি সব সময় নারীদের সম্মান করি। সম্মানের সঙ্গে কথা বলি। যে কারণে অনেক তরুণী নিয়মিত ফোন দিচ্ছে। তারা আমার সঙ্গে প্রেম করতে চায়। আমাকে বিয়ে করতে চায়। অনেক মেয়ে ফেসবুক রিকোয়েস্ট পাঠিয়ে বলছেন, আপনি যে জ্বালাতে চান, আমরা জ্বলতে চাই। আমি তাদের বোঝাই পাগলামি করবেন না। কিন্তু সেসব তরুণী আমাকেই চায়। এর কারণ জায়েদ খান সৎ। সত্য কথা বলে।”
ছাত্রদের উপদেষ্টা করলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন বাদ যাবে: প্রশ্ন আসিফের

ছাত্রদের উপদেষ্টা করলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন বাদ যাবে: প্রশ্ন আসিফের