, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টাইটান নিখোঁজের দিনেই বিস্ফোরণের শব্দ শুনেছিল মার্কিন নৌবাহিনী

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৩ ১০:১১:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৩ ১০:১১:৪১ পূর্বাহ্ন
টাইটান নিখোঁজের দিনেই বিস্ফোরণের শব্দ শুনেছিল মার্কিন নৌবাহিনী
এবার আটলান্টিক সমুদ্রের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমার্সিবল টাইটানের সঙ্গে মূল জাহাজের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর মার্কিন নৌবাহিনী প্রথম টাইটানের সম্ভাব্য বিস্ফোরণের শব্দ শনাক্ত করে। একজন শীর্ষস্থানীয় মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

একজন শীর্ষস্থানীয় মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি গোপন শব্দ শনাক্তকরণ সিস্টেম রয়েছে। ওই সিস্টেমের মাধ্যমেই তারা টাইটান নিখোঁজ হওয়ার প্রথম দিনেই অস্বাভাবিক বিস্ফোরণের শব্দ শুনকে পেয়েছিল। তবে মার্কিন নৌবাহিনী প্রকাশ্যে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি। সংবাদমাধ্যম ইনসাইডার জানিয়েছে, তারা মন্তব্যের জন্য নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু নৌবাহিনীকে কোনো সাড়া দেয়নি।

ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, টাইটানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর পরই শব্দের উৎস অনুসন্ধান শুরু করে মার্কিন নৌবাহিনী। মার্কিন নৌবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ডুবে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছ থেকেই শব্দটি এসেছিল। তবে কোনো কর্মকর্তাই নাম প্রকাশ করতে রাজি হননি।

নৌবাহিনীর আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জীবিতদের অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত নৌবাহিনী কোনো তথ্য প্রকাশ করার নিয়ম নেই। এ কারণে তাঁরা নাম প্রকাশ করতে অনিচ্ছুক। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান ওয়াশিংটন পোস্টকে বলেন, কয়েক দশক আগে থেকেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পানির নিচের কার্যকলার ও শব্দ শনাক্ত করণে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে।

সুতরাং তাদের পক্ষে টাইটানের বিস্ফোরণেল শব্দ শনাক্ত করা কঠিন কিছু নয়। গত রোববার উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশে পড়ে থাকা টাইটানিক জাহাজ দেখতে পাঁচ আরোহী নিয়ে সমুদ্রে ডুব দেয় মার্কিন কোম্পানি ওশানগেটের ছোট আকৃতির ডুবোযানটি। এর ১ ঘণ্টা ৪৫ মিনিট পরই এটির সঙ্গে উপরে থাকা জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।

এ নিয়ে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মুগের জানান, টাইটানিকের ধ্বংসাবশেষের কাছেই ডুবোযানটির ধ্বংসাবশেষের খোঁজ পান তারা। সেখানে টাইটানের পাঁচটি বড় অংশ পাওয়া যায়। আর এসব অংশ দেখে নিশ্চিত হওয়া গেছে, পানির নিচে যাওয়ার পর এতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া